ভালোবাসার প্রকারভেদ। Triangular Theory Of Love

রবার্ট স্ট্রেনবার্গ “ The Triangular theory of love” থিওরিতে ৩ টা কম্পোনেট এর উপর নির্ভর করে ভালোবাসাকে ৮ ভাগে ভাগ করেছেন। কম্পোনেট গুলোর উপস্থিতি অনুপস্থিতির উপর নির্ভর করে এই ভাগগুলো করা হয়েছে।

এই ৩ কম্পোনেট হচ্ছে, Passion, Intimacy, Commitment। প্যাসন বলতে মূলতো আকর্ষন , আসক্তি বা আগ্রহের ব্যপারটাকে বোঝানো হইয়েছে, অর্থাৎ কে কার প্রতি কতোটা প্যাসনেট বা আসক্ত। ইনটিমিসি বলতে ,মেলামেশা কে বোঝানো হয়েছে, সেটা সেক্সুইয়াল ইন্টিমিসিও হতে পারে আবার পাশাপাশি হাত ধরে হেটে চলাও হতে পারে। আর কমিট্মেন্ট হচ্ছে , প্রতিজ্ঞা বা অঙ্গীকার ,কে কার সাথে কতটা কমিটেড বা প্রতিজ্ঞাবদ্ধ।

৮ ধরনের ভালোবাসাঃ

১. Non Love: নন লাভের মধ্যে মূলতো প্যাসন , ইন্টিমিসি কমিটমেন্ট, এই ৩ টা কম্পোনেট এর ১ টাও নাই, তবুও এটা ভালোবাসা।

২. Liking Love: অনেকে এটাকে ফ্রেন্ডশিপ লাভও বলে থাকে। লাইকিং লাভের মধ্যে, শুধু ইন্টিমিসি থাকে, প্যাসন বা কমিটমেন্ট একেবারেই থাকেনা। বুঝতেই পারছেন, এমন ভালোবাসাও কিন্তু হয়, যেখানে শুধুই মেলামেশার বিষয়টা থাকে, আসক্তি বা কমিটমেন্ট থাকেনা।

৩. Infatuated Love: ইনফ্যচুয়েটেড লাভে ইনটিমিসি ও কমিটমেন্ট থাকেন, তবে এখানে প্যাসনের পরিমান অত্যাধিক, একজন আরেকজনের প্রতি অনেক বেশি প্যাসনেট, তবে তাদের কোনো মেলামেশা নাই, আর কোনো কমিমেন্ট ও নাই । এ ভালোবসার কোনো ভবিষ্যত নাই এর পরেও একজন আরেকজন কে অনেক বেশি ভালোবাসে।

এই ভিডিওতে “ভালোবাসার প্রকারভেদ” বিশ্লেষণ করা হয়েছে।

৪. Empty love: আর এই এমটি লাভের মধ্যে, প্যাসন আর ইন্টিমিসি থাকেনা, কিন্তু এখানে কমিটমেন্ট এর পরিমান অত্যাধিক। অর্থাত, আগ্রহ ও মেলামেশা না থাকলেও তারা একজন আরেকজনের সাথে প্রতিজ্ঞাবদ্ধ। আর এখানে কেউ কাউকে ছেড়ে চলে যায়না।

৫. Romantic Love: রোমান্টিক লাভে, ইনটিমিসি ও প্যাসন থাকে তবে কমিটমেন্ট থাকেনা। অর্থাৎ আজকে একজনকে ভালোলাগলো তার সাথে আছে, কাল আবার অন্যএকজন কে ভালোলাগলে তার সাথে চলে যাবে।

৬. Companionate love: এখানে ইন্টিমিসি এবং কমিটমেন্ট থাকে, তবে এখানে প্যাসন থাকেনা। অর্থাৎ , একজন আরেক জনের সাথে, মিশছে, তারা প্রতিজ্ঞাবদ্ধ তবে একে অপরের প্রতি প্যসনেট না।

৭. Fatuous Love এখানে সাধারনত ইন্টিমিসি থাকেনা, তবে প্যাসন এবং কমিটমেন্ট থাকে।

৮.Consummate love : এখানে, প্যাসন ইন্টিমিসি কমিটমেন্ট ৩ টা কম্পোনেটই থাকে, আর এটাই পরিপূর্ণ ভালোবাসা। অনেকের ভালোবাসার গোল থাকে এমন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *