আমি
আপেল মাহমুদ রিয়াদ

ডিজিটাল মার্কেটার

এইতো আমি!

একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার হিসেবে আমার সব থেকে ভালোলাগে, বিজনেজ ডেভেলপ করতে। গত ১০ বছরের বেশি সময় ধরে কাজ করছি ডিজিটাল মার্কেটিং নিয়ে। এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মেটা এড, গুগল এড, রিটার্গেটিং এড, পার্সোনাল ব্রান্ডিং, ভিডিও কনটেন্ট ক্রিয়েশন ইত্যাদি নিয়ে কাজ করছি। আমি বিশ্বাস করি আমার অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে আপনার ব্যবসাকে বাড়াতে পারবো।চলুন একসাথে কাজ করি।

আপনার জন্য আমার সেবা

একজন ডিজিটাল মার্কেটার হিসাবে অনেক দিনের অভিজ্ঞতার আলোকে, আমি আপনাকে ডিজিটাল মার্কেটিং, পার্সোনাল ব্রান্ডিং এ সাহায্য করতে পারবো বলে দৃঢ় ভাবে বিশ্বাস করি। 

ডিজিটাল মার্কেটিং

যে সময়টাতে একজন মানুষ প্রতিদিন গড়ে প্রায় ছয় ঘন্টা ৫৮ মিনিট ডিজিটাল ডিভাইস ব্যবহার করেন সেই সময়ে ডিজিটাল মার্কেটিং ছাড়া আপনার ব্যবসার উন্নতি কোনভাবেই কি সম্ভব? আমরা এমন একটা যুগে বসবাস করছে, যেখানে ডিজিটাল মার্কেটিং ছাড়া যে কোন বিজনেসের উন্নতি কোনভাবে আশা করা যায় না. ধরন অনুযায়ী ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন চ্যানেল এবং টুলস এবং স্ট্রাটেজি বিভিন্ন রকম হতে পারে । আপনার বিজনেসের জন্য ঠিক কোন কৌশল অবলম্বন করা উচিত এই বিষয়ে আমার কনসালটেন্সি পেতে এখনই যোগাযোগ করুন।

পার্সোনাল ব্রান্ডিং

আপনি কি জানেন? পার্সোনাল ব্র্যান্ডিং এর মাধ্যমে অডিয়েন্সের মাঝে আপানার ভিজিবিলিটি বাড়ে আর আপনার ব্যবসার প্রসার হয় প্রায় ১০ গুণ। মনে রাখবেন, প্রোডাক্ট কপি করা যায় কিন্তু পার্সোনাল ব্র্যান্ডিং কপি করা যায় না। তাই, এখনই উপযুক্ত সময় নিজেকে ব্র্যান্ড হিসেবে তৈরি করার। একটা সময় ছিলো যখন কোম্পানি বা প্রোডাক্ট এর ব্র্যান্ডিং করা হতো; আর এখন মানুষ এর ব্র্যান্ডিং করা হয়। একবার কল্পনা করুন তো, আপনি কোন ডাক্তারের চিকিৎসা নেবেন; যাকে আপনি চেনেন নাকি যাকে চেনেন না? উত্তরটা একটা হিন্দি একটা প্রবাদের মাধ্যমে দেই- “জো দিখতা হ্যা, ওহি বিকতা হ্যা”।

যাদের সাথে আমি কাজ করেছি....!

প্রতিষ্ঠান এবং ইনফ্লুয়েন্সার যাদের জন্য আমি কাজ করে যাচ্ছি

অন্যান্য সাইটে আমার ব্লগ

এই ওয়েব সাইট ছাড়াও অন্যান্য যে সব সাইটে আমার ব্লগ পড়তে পারেন

আপনার কোনো প্রজেক্টে আমাকে যুক্ত করতে চান ?

 গত ১০ বছরের বেশি সময় ধরে কাজ করছি ডিজিটাল মার্কেটিং নিয়ে। এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মেটা এড, গুগল এড, রিটার্গেটিং এড, পার্সোনাল ব্রান্ডিং, ভিডিও কনটেন্ট ক্রিয়েশন ইত্যাদি নিয়ে কাজ করছি। আমি বিশ্বাস করি আমার অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে আপনার ব্যাবসাকে বাড়াতে পারবো।চলুন একসাথে কাজ করি।