প্রাইভেসি পলিসি

পরিচয়ঃ

আমি আপেল মাহমুদ রিয়াদ একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার হিসেবে আমার সব থেকে ভালোলাগে, বিজনেজ ডেভেলপ করতে। গত ১০ বছরের বেশি সময় ধরে কাজ করছি ডিজিটাল মার্কেটিং নিয়ে। এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মেটা এড, গুগল এড, রিটার্গেটিং এড, পার্সোনাল ব্রান্ডিং, ভিডিও কনটেন্ট ক্রিয়েশন ইত্যাদি নিয়ে কাজ করছি। আমি বিশ্বাস করি আমার অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে আপনার ব্যবসাকে বাড়াতে পারবো। আমার অভিজ্ঞতাকে আপনাদের সাথে শেয়ার করার জন্যই আমি ডিজিটাল মার্কেটিং এবং পার্সোনাল ব্রান্ডিং এর বিভিন্ন কোর্স বানিয়ে যাচ্ছি। 

যেসব পার্সোনাল তথ্য আমি সংগ্রহে রাখিঃ

আপনাকে সঠিক ভাবে সেবা প্রদানের জন্য আমি আপনার কিছু ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে থাকে। যেমনঃ আপনার নাম, ইমেইল এড্রেস, ফোন নাম্বার, ঠিকানা, আমার সাথে লেনদেনের তথ্য এবং কুকিজ সম্পর্কে কিছু তথ্য।  আমি অঙ্গীকারবদ্ধ যে আপনার ব্যক্তিগত তথ্য গুলো ব্যহার করে কেউই আপনার কোন ক্ষতি সাধন করতে পারবে না। এবং আমি আপনার এই তথ্য গুলো কেবল আমার সেবা নিশ্চিত করতে ব্যবহার করে থাকি। সেই সাথে আমি আমার  বিভিন্ন অফার বা নিউজলেটার পাঠাতে আপনার যোগাযোগের মাধ্যম গুলো ব্যবহার করে থাকি।

ব্যবহারকারীর ছবিঃ

ব্যবহারকারি চাইলেই তার ড্যাশবোর্ডে  প্রফাইল সেকশনে নিজের  ছবি যুক্ত করতে পারেন। সেক্ষেত্রে এই প্রোফাইল ছবিটি সাইটে পাবলিকলি ওপেন করা থাকে এবং যে কেউ চাইলে সেটি ডাউনলোড করতে পারে। অসুবিধা অনুভব করলে সাইটে নিজের কোন ছবি আপলোড করা থেকে বিরত থাকার অনুরোধ করা যাচ্ছে।

কুকিজঃ

ব্যবহারকারির দ্রুত সেবা নিশ্চিত করতে ওয়েবসাইট কুকিজ সংগ্রহ করে থাকে। কুকিজ আপনার কম্পিউটারে থাকা আপনার কিছু তথ্য। টেকালয় উভয় সেশন আইডি কুকি এবং পারসিস্টেন্ট কুকি ব্যবহার করতে পারে। আপনি ব্রাইউজার বন্ধ করে দিলে বা লগ-আউট করে দিলে সেশন আইডি কুকিজ মুছে যায়। আর পারসিটেন্ট কুকি আপনার সময় বাচিয়ে দেয় ওয়েবসাইট দ্রুত লোড করার মাধ্যমে।  চাইলেও এই কুকিজ গুলো আলাদা ভাবে সনাক্ত করার সুযোগ নেই না তাই এটি খুবই নিরাপদ।

লগ ফাইলঃ

বেশিরভাগ স্ট্যান্ডার্ড ওয়েবসাইটের মতো আমিও লগ ফাইল ব্যবহার করে থাকে। এই তথ্যগুলির মধ্যে ইন্টারনেট প্রোটোকল (আইপি) ঠিকানা, ব্রাউজারের ধরণ, ইন্টারনেট পরিষেবা সরবরাহকারী (আইএসপি), রেফারিং / প্রস্থান পেজ, প্ল্যাটফর্মের ধরণ, তারিখ / সময় স্ট্যাম্প এবং প্রবণতা বিশ্লেষণ করতে সাইটগুলির প্রশাসনিককরণ, ব্যবহারকারীর গতিবিধি ট্র্যাক করার জন্য ক্লিকের সংখ্যা অন্তর্ভুক্ত থাকতে পারে এবং সামগ্রিক ব্যবহারের জন্য বিস্তৃত জনসংখ্যার তথ্য সংগ্রহ করা হয়ে থাকে। আপনার সম্পর্কে সংগ্রহ করা অন্যান্য তথ্যের সাথে  আমি স্বয়ংক্রিয়ভাবে সংগৃহীত লগ তথ্যটি একত্রিত করতে  পারি । বিপণন, বিশ্লেষণ বা সাইটের কার্যকারিতার পাশাপাশি আপনাকে যে সার্ভিসগুলি অফার করা হয় সেগুলি আরও উন্নত করতে এই কাজটি করা হয়।

নিরাপত্তাঃ

ইউজারের কাছ থেকে সংগ্রিত সুরক্ষিত রাখার জন্য আমরা যথাযথ প্রযুক্তি এবং নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করে থাকি। আপনার ইউজারনেম এবং পাসওয়ার্ডের মতো গোপনীয় তথ্য গুলো সর্বদা আমাদের কাছে নিরাপদ।

৩য় পক্ষের বিজ্ঞাপনঃ

আমার সাইটে মাঝে মাঝে তৃতীয় কোন পক্ষের বিজ্ঞাপন দেখানো হতে পারে। এবং সেই বিজ্ঞাপনে ক্লিক করলে তৃতীয় পক্ষ আপনার কিছু তথ্য সংগ্রহ করতে পারে এবং তা পরবর্তিতে পুনরায় আপনার কাছে বিজ্ঞাপন সরবরাহ করতে ব্যবহার করতে পারে। বিজনের প্রমোশনের অংশ হিসেবে আমি অনেক সময় অনের এড আমার ওয়েবসাইটে প্রদর্শন করে থাকি। 

ডেটা রিমোভিংঃ

যেকোনো ইউজার চাইলেই আমার ওয়েবসাইট থেকে তার একাউন্ট সহ অন্যন্য ব্যক্তিগত তথ্য মুছে দিতে পারে। যথাযথ কারন সাপেক্ষে আমি চাইলে কোন ইউজারের ডেটা মুছে দেওয়ার ক্ষমতা রাখি। 

প্রাইভেসি পলিসির পরিবর্তনের অধীকার সংরক্ষণঃ

আমি চাইলেই ইউজারকে জানিয়ে বা না জানিয়ে প্রাইভেসি পলিসিতে পরিবর্তন আনতে পারবো । তবে প্রতিটি পরিবর্তনের পর ইউজারকে নতুন ভাবে প্রাইভেসি পলিসি পড়ার জন্য অনুরুধ করা হবে। 

সর্বোশেষ আপডেটঃ ১৩ ই মে, ২০২৩।