টার্মস এন্ড কন্ডিশনস
আমার ওয়েবসাইটে আপনাকে স্বাগতম
আমার ওয়েবসাইট এবং অন্যান্য সার্ভিস ব্যবাহার করার জন্য আপনাকে অবশ্যই নিম্নলিখিত শর্তাবলি মানতে হবে। এই শর্তাবলির পাশাপাশি আমি আপনাকে এই সাইটের প্রাইভেসি পলিসিটিও সম্পুর্ন ভাবে পড়ার অনুরুধ জানাচ্ছি। কোন কারনে আপনি এই সাইটের প্রাইভেসি পলিসি এবং শর্তাবলির সাথে সম্মত না থাকলে কোন ভাবেই আমার থেকে কোন সেবা গ্রহন করতে পারবেন না। আমি এইসব শর্তাবলি আপনাকে জানিয়ে বা না জানিয়ে পরিবর্তন বা সংশোধন করার ক্ষমতা সংরক্ষন করি।
আমি আমার সেবা এবং কোর্স এর মাধ্যমে বিজনেস ডেভেলপ ও দক্ষতা বাড়ানোর জন্য কাজ করি। এই প্লাটফর্মে আপনি আমার কোর্স এবং কিছু সেবা পেয়ে থাকবেন। এই সাইটের সার্ভিস গুলো উপভোগ করার মাধ্যমে আপনি সম্মতি দিচ্ছেন যে, আমি আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার, ইমেইল এড্রেস সহ একাউন্ট খুলার সময় যে সকল তথ্য দিয়েছেন সেগুলো সংরক্ষনের ক্ষমতা রাখি। একই ভাবে আমি আপনার ফোন নাম্বার এবং ইমেইল এড্রেসে প্রচারনা মূলক বার্তা বা অফার, নিউজ লেটার পাঠাতে পারবো।
এই সাইটটি ব্যবহার করার মাধ্যমে আপনি এতেও সম্মতি দিচ্ছেন যে –
- এই সাইটের কোন কোর্স আমার লিখিত অনুমতি ব্যতিত অন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট বিক্রি/বিতরন করা যাবে না।
- লাইভ ক্লাস চলাকালীন ক্লাস রেকর্ড করা যাবে না।
- সাইটে কোন প্রকার স্ক্রিপ্ট, বট, স্পাইডার, স্ক্র্যাপার ব্যবহার করা যাবে না।
- আমার সাইটের লেখা, ছবি বা ডিজাইন অনুমতি ব্যতিত অন্য কোথাও ব্যবহার করা যাবে না।
- একাউন্ট কোন ভাবেই অন্য কারও কাছে বিক্রি বা ট্র্যান্সফার করা যাবে না।
- আমি যথাযথ কারন সাপেক্ষে কোন ইউজারকে সাসপেন্ড বা নিষিদ্ধ করতে পারবো।
আপনার নিজের একাউন্ট সম্পর্কিতঃ
আমার ওয়েবসাইটে একাউন্ট খুলার পর সেই একাউন্টের ইউজারনেম, পাসওয়ার্ড সহ অন্যান্য সকল গোপনিয় তথ্য আপনার নিজের দায়িত্বে রাখবেন। আপনার একাউন্ট থেকে ঘটে যাওয়া সকল কার্যকলাপের দায়ভার আপনার নিজেকে বহন করতে হবে। কোন কারনে একাউন্ট হ্যাক হয়ে গেলে অথবা টেকনিক্যাল ইস্যুর জন্য লগইন করতে না পারলে সঙ্গে সঙ্গে আমাকে জানাতে হবে । একই সাথে আপনি কোন প্রকার ভিপিএন ব্যবহার করে একাউন্টে লগিন করতে পারবেন না।
রিফান্ড পলিসিঃ
বর্তমানে আমার কোনো সেবা বা কোর্সের কোনো রিফান্ড পলিসি নাই। তাই সেবা অথবা কোর্স গ্রহনের আগেই ভালো ভাবে বুঝে শুনে তার পর সীধান্ত গ্রহন করবেন।
পাইরেসিঃ
আমার অবস্থান সব সময় পাইরেসির বিপক্ষে । এই সাইটটি ব্যবহার করার মাধ্যমে আপনি সম্মতি দিচ্ছেন যে আপনি কোন প্রকার পাইরেসি করবেন না এবং পাইরেসিতে সহযোগিতা করবেন না। কারও বিরুদ্ধে পাইরেসি করার প্রমাণ পাওয়া গেলে আইনত ব্যবস্থা গ্রহন করা হবে।