আমরা যখন কাউকে ফেসবুকে টেক্সট করি আমরা দেখতে পাই টেক্সট কখন ডেলিভার হলো কখন এটা সিন হলো। একই ভাবে হোয়াটস এপ ,ইন্সটাগ্রাম, টেলিগ্রাম সহ অন্যান্য স্যোসাল এপগুলো ক্ষেত্রে এটা সহজেই দেখা যায়। কিন্তু আমরা যখন কাউকে ইমেইল করি আমরা কিন্তু সেটা সরাসরি দেখতে পাইনা। আজকে আমরা এটাই শিখবো।