SEO কী? এটি কীভাবে কাজ করে?

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও(SEO)। ডিজিটাল মার্কেটিং এর সবচাইতে বড় টুলস হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন(Search Engine Optimization) বা এসইও। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি সেটা জনার আগে আমাদের সার্চ ইঞ্জিন কি সেটা সম্পর্কে জানতে হবে।সার্চ ইঞ্জিন এমন একটি ইঞ্জিন যেখানে আমরা বিভিন্ন কিছু সার্চ করি। গুগল তার মধ্যে একটা।

 আপনারা হয়ত জেনে অবাক হবেন গুগলে প্রতিদিন ৮.৫ বিলিয়ন সার্চ হয়।অর্থাৎ ৮.৫ বিলিয়ন সার্চ গুগলে প্রতিনিয়ত কেউ না কেউ করছে বিভিন্ন কিছু দিয়ে বিভিন্ন কিওয়ার্ড দিয়ে তো আপনি যদি আপনার ওয়েবসাইট কে সার্চ ইঞ্জিন এর জন্য প্রোপারলি অপটিমাইজ করতে পারেন আপনার প্রোডাক্ট অথবা সেবাকে সার্চ ইঞ্জিন এর জন্য প্রোপারলি অপটিমাইজ করতে পারেন তাহলে তাহলে আপনার কনপারশন অনেক পরিমাণে বেড়ে যাবে 

ডিজিটাল মার্কেটিং এর যতগুলো টুলস রয়েছে তার মধ্যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন  সবচেয়ে অরগানিক এবং সবচেয়ে জনপ্রিয় একটি টুলস। এবং এসইওর মাধ্যমে ইন্সট্যান্ট কনভারসন পাওয়া যায়।একটু বুঝিয়ে বলি ধরেন আপনি স্মার্ট ব্যবহার করেন অথবা স্মার্টওয়াচ ব্যবহার করেন তো আপনি ফেসবুকের মত একটি প্ল্যাটফর্মে একটি এড ক্যাম্পেইন চালু করলেন। সেই এডটা বিভিন্ন মানুষের কাছে রিচ করলো সেই মুহুর্তে আসলে ধরেন আমি আপনার একজন গ্রাহক। আমি যখন এডটা দেখলাম আমার ঐ মুহুর্তে স্মার্টফোন, স্মার্টওয়াচ প্রয়োজন নাও হতে পারে কিন্তু  স্বাভাবিকভাবে যেটা হয়।আমি যখন কেনো কিছু কিনতে যাই বা সবাই যখন কোনো কিছু কিনতে যায় সার্চ ইঞ্জিন এ  এই ব্যাপারগুলোকে সার্চ করে।

আপনি যদি আপনার ওয়েবসাইট বা প্রোডাক্টকে প্রপার ওয়েতে সার্চ ইঞ্জিন অপটিমাইজ করতে পারেন তাহলে আপনার ওয়েবসাইট এ আমি যখন কোনো কিছু সার্চ দিচ্ছি আপনার ওয়েবসাইট থেকে ঐ প্রোডাক্টটি পেয়ে যাচ্ছি তো এখানে কনভারসনটি ইন্সট্যান্ট হচ্ছে অর্থাৎ আমি যখন কোনো কিছু কিনতে যাচ্ছি সার্চ দিয়ে যদি আপনার সেই সেবা কিংবা প্রোডাক্টটি পেয়ে যাই তাহলে কিন্তু আমার দিক থেকে এটি এ্যাচিভ করা সহজ হলো একইভাবে আপনি ইন্সট্যান্ট একটি সেল পাচ্ছেন।

এ কারণেই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এত বেশি জনপ্রিয়।এবার আসি মার্কেট সাইজ এ। ২০২২ সালে এর টোটাল মার্কেট সাইজ ছিলো ৬৮.১বিলিয়ন ডলার এবং এর সিএজিআর অর্থাৎ কম্পাউন্ড এনুয়েল গ্রোথ রেট হচ্ছে  ৭.৪-৮.৪% এবং ধারণা করা হয়  ২০৩০ সালের মধ্যে এর মার্কেট রেট হবে প্রায় ১৩০ বিলিয়ন ডলার আর এই এসইওকে সাধারণ চার ভাগে ভাগ করা হয় অর্থাৎ এসইওর কাজগুলোকে আমরা চার ভাগে ভাগ করে থাকে।

  1. On Page SEO
  2. Off Page SEO
  3. Technical SEO
  4. Local SEO

আমরা পরবর্তীতে এই এসইওর বিভিন্ন ভাগ সম্পর্কে বিস্তারিত জানতো।আজ এই পর্যন্ত। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *